একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
যাকে মহার্ঘ ভেবেছি
মহান হবার লেশ মাত্র
মোহ তার মাঝে ছিলোনা কোথাও ।
যাকে ভেবেছি আলোর ঝর্ণা,
কখনো দেখেনি সে সূর্য বলয়_
চকচকে রোদ মাখা গরম দুপুর !
যাকে শেখাবো ভেবেছি
রিকশা যাপন, তপ্ত জনপদ,
সে কখনো মানুষ দেখেনি,
নিজেকেও না !
আমি তবে ফিরবো কোথায় ?
যাবো কার কাছে ?
যে রকম আমি চাই, ঠিক সে রকম
আছে কি কোথাও !
কোথায় আছে ?
লিখন
এপ্রিল-২৬.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।