সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।
অভিধান ঘেঁটে পাইনি তোমার নাম
কত যে করেছি বানানের কাটাকুটি
অক্ষরগুলোয় রঙ লেপে মোটামুটি
খুঁজেছি তোমাকে, খুঁজেছি অবিশ্রাম
তুমি দূরে নাকি কাছাকাছি বসে আছ?
ফিরে গেছ ফের অভ্যেসময় সুন্দরে
নাকি পেতেছ পাটি অচেনা ভয়ঙ্করে
কোথা তুমি বলো কোনখানে তুমি গেছ?
ভেবেছি এ মাটি তোমার ঠিকানা জানে
বর্গা চাষী যেইখানে খাটে গতর
যেইখানে জাগে দিগন্ত ছোঁয়ানো চর
খুঁজেছি তোমাকে, পাইনিও সেইখানে
অধুনা এঘরে ঝলমল করে আলো
নরজীবনে তে জটিলতা করে গ্রাস
আবদ্ধ খিলানে তুমিও কি কর বাস?
পাতকীর দেশে সবকিছু টলমল
আমার এ শরীরে রুদ্ধ নিঃশ্বাস জ্বালা
হারিয়ে ফেলেছি তোমার ঠিকানা খানি
তবু নিশ্চয়ই আমি দ্বিধাহীণ জানি
উৎসের কাছে ফিরে যাবে এই বেলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।