আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করে দায় এড়ালো সরাস্ট্র মন্ত্রনালয়



গত বৃহস্পতিবার পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এ থানার এক সাব-ইন্সপেক্টর (এসআই) ও দুই অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টরকে (এএসআই) সাসপেন্ড করা হয়। দারুস-সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে এসআই হেকমত আলী এবং এএসআই মশিউর রহমান ও আবু সায়েমকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে অপর এক পুলিশ কর্মকর্তা জানান, হেফাজতে মুজিবুর রহমানের মৃত্যু ছাড়াও নানা অপকর্মে তিন পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মিরপুর অঞ্চলের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে মিজানুর রহমান নামের অপর এক ব্যক্তির পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় রবিবার গুলশান থানার এসআই আনিসুর রহমানকে ক্লোজ করে ডিএমপি কর্তৃপক্ষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.