আমাদের কথা খুঁজে নিন

   

জার্মানিকে ঠেকাতে হলে...

একজন নগন্য মানব।

আমার মূল প্লান হলো ডিফেন্সিভ। যেহেতু জার্মানির বিপরিতে স্পেন এবং ইউরোপিয়ান অন্যান্য দেশের মতো তারাও ডিফেন্সে ভালো, তাই আমি একটু ডিফেন্সিভ খেলাই আশা করছি। ফর্মেশনঃ জার্মানি ডিফেন্সে অনেক ভাল। সর্ট পাসে খেলে এবং প্লেয়াররা নিজেদের মধ্য দুরত্য কম রাখে।

তাই মধ্য মাঠ থেকে পাসিং এ আক্রমনে গেলে সফল হবার সুযোগ কম। একারনে উইং হতে আক্রমন সাজাতে গেলে লাভ হবার সম্ভাবনা বেশি। আবার জার্মানি এবার কাউন্টারে খেলে বেশী, তাই ডিফেন্স কেও ধ্রুত সচল হলে হয়। এ কারনে ২ জন ডিফেন্সিভ উইং খেলান উচিত। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রাখা হল যে সময় মত নিচে নেমে ডিফেন্স করতে পারবে, আবার যথাসময় আক্রমনে বল সরবরাহ করতে পারবে।

লাইনঃ জার্মানি সাধারনত অফসাইডে খেলছে না। তাই তাদের অফসাইড ট্রাপে ফেলার চেষ্টা করা বৃথা। আবার তাদের টেম্পো অনেক দ্রুত। তাই ডিফেন্স লাইন পেছনের দিকে থাকাই ভাল। টেম্পোঃ আমার মনে হয় টেম্পো প্রথম থেকে কম রেখে আস্তে আস্তে বাড়ানো উচিত।

তাতে খেলোয়াড়দের শক্তি আরো বেশীক্ষন থাকবে ও ডিফেন্সে সুবিধা হবে। Width: খেলয়াররা একটু দুরে দূরে লং পাসের দ্বারা খেলতে পারেন। তাতে আক্রমনে উইং রা ভাল করবে। বল পায়ে পাস না দিয়ে একটু সামনের দিকে পাস দিলে ভাল হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।