সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার বিষয়ে তদন্তে সহযোগিতা করতে চান। জার্মান সংসদ সদস্য হ্যান্স-ক্রিস্টিন স্টোরবেল এ কথা জানিয়েছেন।
জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নজরদারির কাজে নিয়োজিত দেশটির সংসদীয় কমিটির সদস্য স্টোরবেল গতকাল বৃহস্পতিবার মস্কোয় স্নোডেনের সঙ্গে সাক্ষাত শেষে এ কথা জানান।
স্টোরবেল বলেন, এটি পরিষ্কার যে মার্কিন আড়িপাতার বিষয়ে স্নোডেন অনেক কিছু জানেন। স্নোডেন শর্তসাপেক্ষে জার্মানিতে এসে এই আড়িপাতার বিস্তারিত তথ্য ও সাক্ষ্য দিতে ইচ্ছুক বলে উল্লেখ করে তিনি বলেন, স্নোডেন এ বিষয়ে জার্মান সরকারকে একটি চিঠিও দিয়েছেন।
জার্মানির পররাষ্ট্র এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা যুক্তরাষ্ট্রের বিতর্কিত গোয়েন্দা তৎপরতার তদন্তে ওয়াশিংটন সফরের একদিন পর মস্কো সফর করলেন হ্যান্স-ক্রিস্টিন স্টোরবেল।
উল্লেখ্য, মার্কিন এই ন্যক্কারজনক আড়িপাতা ও গোয়েন্দা তৎপরতার বিষয়ে আলোচনার জন্য চলতি মাসের ১৮ তারিখ জার্মান সাংসদের অধিবেশন তলব করা হয়েছে। এদিকে, হ্যান্স-ক্রিস্টিন স্টোরবেলসহ কয়েকজন এমপি এ বিষয়ে স্নোডেনকে সাক্ষ্য হিসেবে হাজির করে প্রকাশ্য তদন্তের দাবি জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।