আমাদের কথা খুঁজে নিন

   

কি নিষ্ঠুর কি বর্বর!

বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুখ। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ

ছবি দেখলে মনে হবে কিছু ছেলে পরম শান্তিতে কোন সবুজ উদ্যানে নিশ্চিন্তে ঘুমচ্ছে। অথবা কিছু ক্লান্ত ছেলে চোখ বুজে তাদের ক্লান্তি দূর করছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা। এরা হলো এ জাতীর ভবিষ্যত।

এদের মধ্য থেকেই কেউ হবে ভবিষ্যতের কোন বড় প্রসাষক, কোন বড় শিক্ষক, দেশের প্রতিনিধী, কুটনিতিক অথবা অন্য বড় কিছু। দেশকে আলোর পথ দেখাবে, দেখাবে সুন্দর একটি স্বাধীন বাংলার সপ্ন। ছবিটি যখন তার মা- বাবা দেখবে হয়তবা বলতে পরে "বাদর ছেলে.. ঘাসের উপর এভাবে ঘুমনোর কি আছে?" কিন্তু বাস্তব যে ভিন্ন। এরা ঘুমচ্ছেনা। বেহুশ হয়ে পড়ে আছে।

কিন্তু কেন? গতকাল জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংঘঠনের ২ গ্রুপের সংঘর্ষ চলাকালে এদের ৪ তলা থেকে ফেলে দেওয়া হয়। এরা হলো আমাদের জঘন্য, নিষ্ঠুর, বর্বর রাজনীতির বলি। বলি দিয়েছে নিজেদেরকে রাজনৈতিক দেবতাদের প্রতি যারা প্রতিদিন তাজা রক্ত না দেখলে তাদের রক্তে নাচন ধরে। হ্যাঁ আমি বলছি আমাদের রক্তপিপাসু রাজনৈতিক দেবতাদের- হে দেবোতার জানি আপনাদের প্রতিদিন আমাদের রক্ত না দেখলে আনাদের রক্তে নাচন ধরে। হয়তবা আপনাদের রক্তচাপ বেরে যায়।

কিন্তু এভাবে কেন? বলুন আমরা সবাই মিলে একজন একজন করে নিজেদেরকে আপনাদের উদ্দেশ্যে বলি দেই। কিন্তু তবুও এমন ছবি যেন আমাদের মা বাবারা না দেখে। দয়া করে এ ব্যাপারে অবশ্যই কোন পদক্ষেপ নিবেন হে নিষ্ঠুর, বর্বর, রক্তপিপাসু রাজনৈতিক অবতারগন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।