আপাতত শেষ করছি , পরে আবার শুরু করব
পৃথিবীর মানুষগুলোর নিষ্ঠুর কান্ড
দেখতে আমার ভাল্লাগেনা
ইছ্ছে হয় দৃষ্টিহীন হয়ে যাই।
প্রতিটি মুহুত আতঙ্কে কাটে
মনে হয় এইত এখনি বুঝি
বনদুকের একটা তাজা বুলেট
আমাকে নিস্তবধ করে দিল।
এইতো,কিছুদিন আগে
সুন্দরী একটা মেয়ের মুখে
এসিড ছুড়ল এক নরপিশাচ।
আমার চোখের সামনে
নেশার ছোবলে নষ্ট হয়ে গেল
ক্লাসের সেরা ছাএটি।
এই আমারই চোখের সামনে
সেদিনের মিছিলের মাঝখানে
গ্রেনেড ছুড়ল কিছু সনএাসী।
আমি শুধু ঘটনাগুলোর নীরব দশক
কিছুই করার নেই আমার
মাঝে মাঝে নিজেকে মনে হয়
বিবেকহীন একজন মানুষ,
আবার কখনও কখনও ভাবি
প্রতিবাদের ভাষা যেখানে
মুখ থুবরে পড়ে আছে
সেখানে প্রতিবাদ করে কি লাভ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।