আমাদের কথা খুঁজে নিন

   

ঘ্রাণের গণিত



ডাকো মেঘকেও আরো কাছে। প্রভাত প্রসূত বৈশাখের ডানা হয়ে উড়ে যাবো আমরা তিনজন। তুমি, আমি , মেঘ। একদিন বজ্র ভাস্কর্য হয়ে তারপর ঝরে পড়বো শিলং শহরে। হয়তো কেউ কুড়িয়ে নেবে- পালক ভেবে, তুলে রাখবে বিস্মৃত বিরহে।

জানো তো , মেঘ ও বিরহী বলে আজন্ম উড়ে যায় নিসর্গ নির্মাণে , স্পর্শের উপমা হয়ে। তারপর সাজায় স্তর। শুন্যে,সৌরাশীষ হয়ে জেগে থাকে রাত। ঘ্রাণের গণিত থেকে অংক শিখে পৃথিবীর তাবৎ প্রেমিক প্রেমিকা যেমন জেগেছিল সাঁঝরাতে। যেতে চেয়েও পারেনি ছেড়ে যেতে এইসব স্রোতগ্রহপুঞ্জ ।

শুধুই উন্মোচন করে গেছে সবুজ পাতার ধমনী ,অভিধান খুলে খুলে। আমরাও অভিষিক্ত হবো আপাততঃ আর কোনো দুঃখ কুড়াবো না। গোণে দেখবো সঞ্চয় সিরিজ। ছবি- কার্লা এইসিলি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।