বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
অন্যরকম সুখের মাঝে
অচেনা এক রূপ নগরে
হারিয়ে গেছি সন্ধিক্ষণে....
চেনা দালান
চেনা ঘাসে
পুরাতন চেনা মুখে
নতুন রূপে মন নেচেছে....।
মাদ্যপ বিকেলে
তোমার খোলা চুলে
চঞ্চল চোখে
কামনার ঠোটে
অদ্ভূত রূপ ভর করে....
কাশফুল কোমল হাতে
আলতো ছোঁয়া হঠ্যাত মাঝে
তীব্র আলোর ঝলকানিতে
তোমার হাতে বন্দী যে.....
জীবন সন্ধ্যার দূর্বা ক্ষণে
পাশাপাশি দু'জনে....
কখনো কাছে কখনো দূরে
নেশা নেশা অনুভূতি
ভূলে দেয় সব স্মৃতি
খুলে যায় নতুন দরজা...
মাতাল কামনায়
অদ্ভুত সরলায়
স্বর্গের বাতায়নে...
হয়ে গেল নতুন খেলা।।
উতসর্গ,
অন্যরকম একটা বিকেল দিল যে আমাকে...
৩০শে মার্চ, ২০১০ রাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।