আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিগুন হচ্ছে সিএনজির দাম !!!! কেন এক বারে ২ক্স (2X) ?



খ্ববরে শুনলাম সিএনজির দাম দ্বিগুন করা হচ্ছে। এটা ঠিক যে বাংলাদশে সিএনজির দাম কিছুটা কম । মনে হই সরকারের এটাই সহ্য হইনি । জাতি সব কিছু বেশি দামে খচ্ছে সিএনজি কি দোষ করল যে জাতি এটা কম দামে খাবে । তাই এক বারে দ্বিগুন ।

সিএনজি দাম বাডালে তো দোষ নয়। বাডানো উচিত ও ছিল, কিন্তু এক বারে দ্বিগুন আমি মানে করি কবিরা গুনহা হযেছে । সরকার বলচ্ছে এতে শুধু বড় লোকের গাড়ি হাকা্নার খরচ বারবে । আমি জানিনা সরকার এ রকম তথ্য কই পাই । সিএনজি কি শুধু বড় লোক ই খাই, সরকার কি আমাদের মাত গরিবের সিএনজি খাওয়া নিষেধ করে রখেছে নাকি ।

নাকি সরকার জানে না যে সিএনজি বাস নামে কোন কিচু রাস্তায় চলে যেটা্য আম জনতা উঠে । নাকি সিএনজি বাস গুলু আব্যধ ভাবে দেশে এসেচ্ছে আব্যধ চলচ্ছে সরকার কে tax না দিয়ে । এর ফলে বাসের ভাড়া কম করে হলেও ৫০-৬০% বারবে । যা আম জনতা জীবন কঠিন করবে । সরকারে উচিত ২০% বেশি না বাড়ানো ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.