সিএনজি র দাম দ্বিগুন না, তিন গুন অর্থাৎ পেট্রল এর দামের সমান করা উচিত।
যখন পাবলিক ট্রান্সপোর্ট ওয়ালাদের CNG দেওয়া সুরু হল তখন এই গ্যাসের দাম পেট্রোলের চার ভাগের এক ভাগেরও কম ছিল। তবু তারা বাস ভাড়া এক পয়সাও কমায় নাই, এর পর গ্যাসের দাম প্রতি ইউনিট মাত্র ২ টাকা বাড়লে তারা স্টপেজ প্রতি ২ - ৩ টাকা বাড়িয়ে দিল, অথচ মাইলেজ অনুযায়ী ভাড়া বাড়ার কথা ছিল 0.001 টাকা, অর্থাৎ কিছুইনা।
তত্যাবধায়ক সরকারও তাদের চুল(হিন্দিতে) ছুইতে পারে নাই। এখন গ্যাসের দাম বাড়ার ১০ দিন আগেই কোন নোটিস ছাড়াই ভাড়া বাড়িয়ে দিছে। এখন চলছে ফ্রীস্টাইল নৈরাজ্য।
দেশের সম্পদ পানির দামে দেওয়ার পরও যদি পাবলিকের কোন উপকার না হয় তাহলে তা না দেওয়াই উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।