আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বসেরা ২৫ নগরীর চারটি কানাডার

রনিনিোরনোে্নোানোনো

জীবনযাত্রার মানের বিচারে বিশ্বের সেরা ২৫ টি নগরীর মধ্যে কানাডার চারটি নগরী স্থান পেয়েছে। বৈশ্বিক জরিপের ভিত্তিতে ঐ তালিকা তৈরি করে সম্প্রতি তা প্রকাশ করা হয়। তালিকায় মোট ২২১ টি দেশ স্থান পেয়েছে। যে জরিপের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে তার নাম মার্কার কোয়ালিটি অফ লিভিং সার্ভে। বিশ্বসেরা ২৫ নগরীর তালিকায় শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা।

কানাডার নগরীগুলোর মধ্যে শীর্ষে আছে ভাঙ্কুবার। তালিকায় নিউজিল্যান্ডের অকল্যান্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থান পেয়েছে ভাঙ্কুবার। সেরা ২৫ এর তালিকায় স্থান পাওয়া অপর তিন কানাডীয় নগরী হলো অটোয়া (১৪), টরন্টো (১৬) ও মন্ট্রিয়ল (২১)। জীবনযাত্রার সার্বিক মানের বিচারে ক্যালগারি ২৮ তম স্থান পেলেও জীববৈচিত্রের বিচারে সবচেয়ে আকর্ষণীয় নগরী হিসেবে শীর্ষস্থান পেয়েছে। উল্লেখ্য মার্কারের তালিকায় সেরা ২৫ নগরীর মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো নগরী স্থান পায়নি।

যুক্তরাষ্ট্রের নগরীগুলোর মধ্যে হুনুনলু তালিকায় সবচেয়ে এগিয়ে। তালিকায় হুনুনলুর অবস্থান ৩১ তম। ---www.bengalitimes.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।