বাঙলা কবিতা
গতকাল জার্মান-আর্জেন্টিনা ম্যাচটি ছিলো মিরোস্লাভ ক্লোসে'র ১০০ তম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি কৃপণ এবং সমর্থকগোষ্ঠীর মত অন্ধ। কোনও ক্রীড়া সাংবাদিকই তাকে অভিনন্দন জানালো না। ১০০ তম আন্তর্জাতিক ম্যাচে ক্লোসে ২টি গোল করেছে। এর মাধ্যমে সে পেলে (১৩ গোল)-কে ছাড়িয়ে গেল এবং স্বদেশী জার্ড মুলারের (১৪ গোল) সাথে নাম লেখালো। বিশ্বকাপে এ যাবতকালের সবোর্চ্চ গোলদাতা রোনালদো (১৫ গোল) এর থেকে আর মাত্র ১ গোল পেছনে। সামনে ২টি ম্যাচ খেলার সম্ভাব্য সুযোগ তার থাকছে। বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতা হবার রেকর্ড এখন তাকে হাতছানি দিয়ে ডাকছে।
কৃতি এই ফুটবল যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা।
কমপক্ষে আরও ৩টি গোল করার প্রত্যাশা সহ... তিনটি Geranium sanguineum
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।