হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
ব্রাজিল সাপোর্ট করতাম। পাপ তো করতাম না ভাই। ইতালী,ফ্রান্স সাপোর্ট করলে যদি পাপ না হয় তবে ব্রাজিল করলেই কেন হবে? এ কোন ধরনের ভদ্রতা? মানুষের নুন্যতম সেন্স টুকু নাই কেন? আজব আর্জেন্টিনার সাপোর্টার সব। ম্যারা-ডোনা রে ভাল লাগত না তার কীর্তি কলাপের জন্যই। আর আমাদের জেনারেশন টাও ম্যারাডোনা দের সময় কার না।
ব্রাজিল এর স্বর্ণালী যুগেই আমাদের খেলা দেখা শুরু। ব্রাজিল কে ভাল লাগত। সমসাময়িক অন্য ভাল দল গুলোর খেলাও আগ্রহ নিয়া দেখতাম। কখনো এন্টি আর্জেন্টিনা ছিলাম না। কালকে থেকে আর্জেন্টিনা সাপোর্টার দের কুকুরের মত বিহেভ দেখে আর মেজাজ টা থিক থাক্লনা।
আর্জেন্টিনা নিপাত যাক। আজকে জার্মানীর কাছে বাশ খাক। এরপর বুঝাব তোমাদের। আর্জেন্টিনার কাছে হারলেও একটা কথা ছিল। মেনে নেয়া যেত।
ছাগল গুলান। এবার কাপ না পাইলে তো আর আজীবন অ পাবিনা। ২০ বছর ধরে সেমিতেও খেলতে পারিস না। খালি লাফালাফি। আমরা ৫ বারের চ্যাম্পিওন।
তোরা তো ৩ বার ই পারস নাই। এবার কাপ না পাইলে বাড়ি বাড়ি গিয়া তোগো পাছায় লাইত্থামু। উগ্রতার একটা লিমিট থাকা উচিত। সাপোর্ট করবি তো নিজ দল রে কর। একদল হারছে পারলে সমবেদনা দেখা।
না পারলে চুপ থাক। খোচায়া কি মজা পাস রে তোরা? কি আজব দেশ। কি আজব সাপোর্টার সব। ব্রাজিল হারায় আনন্দ মিছিল বের করছে। লাস্ট কবে ব্রাজিল এর লগে জিতছিল তোগো টিম মনে পরে? নিজেরা হারাইতে পারস না...সেই মুরাদ তো নাই।
লাক ভালো থাকলে আজকে জিতিস। নাইলে কইলাম খবর আছে। অনেক সয্য করছি। আর না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।