আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিতের হাহাকার



এখনো তোমার মাঝে যুদ্ধের আনাগোনা এখনো চারিদিকে রক্ত জমাট গাঢ় অন্ধকার যদিও তুমি তোমার ভেতর সাদা রঙগুলো গুলে দিতে চেয়েছিলে চেয়েছিলে সব নষ্ট দূষিত রক্তগুলো কোন রক্তচোষা জোক চুষে নিক অথচ ক্রমশ তলানিটুকু যেন ফুরিয়ে আসে শুধু জোর করে মাঝেমাঝে কিছু মিথ্য অভিনয় তুমি কি বড় হও? এত আতঙ্ক কিসের? তুমি তো সেই কবেই পরাজিত ঘোসনা করেছো..... আত্মসমর্পন করেও কোন যুদ্ধের ছক আকঁছো! নাকি পরাজয় তোমাকে হীন করছে? অথবা মুক্তির আত্মহননের দ্বারে তুমি! এত ভীত তো তুমি নও,মুক্তি এই তো এলো বলে.. তোমার দিকে এলোপাথারি বিষবান নিক্ষেপ হয়ে গেছে, তুমি বিদ্ধ হবেই, এতো জানা কথা..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।