বিশ্বকাপের আগে কল্পনায়ও কেউ এই দলের কাছে এত ভালো কিছুর আশা করেনি।
দলটার গড় বয়স ২৫-এর নিচে। শেষ ভরসা মাইকেল বালাককে হারাতে হয়েছে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে। তার আগে আরো কয়েকজনকে। বরাবর অভিজ্ঞ দল নিয়ে বিশ্বকাপে আসতে অভ্যস্ত তিনবারের চ্যাম্পিয়নদের জন্য এমন অভিজ্ঞতা এই প্রথমই।
তাই ভয়টা ছিল। এমনকি বিশ্বকাপের বাছাই পর্বেও তারা একসঙ্গে খেলার খুব একটা সুযোগ পায়নি। ' অনূর্ধ্ব-২১ দল থেকে বিশ্বকাপে উঠে আসা থমাস মুলার, মেসুট ওজিল, ম্যানুয়েল নেয়র আর জোরোমে বোয়েটেংয়ের খেলা দেখে তো 'থ'। এখন পর্যন্ত যেভাবে পথ পেরিয়েছে এই দলটা তাতেই বিস্মিত-গর্বিত।
আসলেই ফুটবলের মন্ত্রটা জার্মানিরাই ভাল বোঝে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।