জাত চেনানো খেলা। ৯০ মিনিট খেলা হবে আর জার্মানি গোল করবে না সেটা তো হবার নয়। এশিয়া-ওশেনিয়ার মান আর জার্মান মান অনেক ফারাক। ৪-০ গোলে জিতল,সেটা বড় কথা না। কথা হলো জার্মান টিমটার গভীরতা।
আমাদের ফাইনাল পর্যন্ত সফরে কাকে কাকে মোকাবেলা করতে হতে পারে সম্ভাব্য সে চার্টও পর্যালোচনা করিনি। ৮ ম্যাচের মাঝে শুধু ইংল্যান্ডকেই শক্তিশালী মনে হলো। বাকি পোক্ত দল গুলো যেমন-স্পেন,ইটালি,হল্যান্ড,ব্রাজিল,পর্তুগাল,আর্জেন্টিনা। সফরে এদের কেউ যদি সামনে পড়ে তবে তাদের সামলানোর ক্ষমতা এই দলটার আছে কি না?
ফুটবল বোদ্দারা কি বলেন জানি না। তবে,আমি আশাবাদি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।