পৃথিবীর কোলাহলে একা একা হাঁটছি.......
জার্মান ভাষার উপর একটি কোর্স করছি। নয়টি লেকচার attend করেছি এখন পর্যন্ত। মূলত এই নয়টি ক্লাসে কি শিখলাম? তা ঝালাই(!) করার জন্যই এই সিরিজ লেখা।
অন্য কোন দেশে আসলে যে বিষয়টি প্রথম খেয়াল করতে হয় তা হলো “how we greet people”. কীভাবে আমরা অন্যদের greet করি। আসুন তাহলে শুরু করি- কীভাবে আপনি জার্মান ভাষায় অন্যকে greet করবেন?
জার্মানরা Hi/Hello বলার সময় বলে “Hallo”. এটা সাধারণত তারা ফ্যামিলি মেম্বার, ছোট বাচ্চা, কাছের বন্ধু, ক্লাসমেটদের ক্ষেত্রে ব্যবহার করে।
এছাড়া ধরুন আপনার সাথে কারো ভালোভাবে পরিচয় নেই- পুলিশ অফিসার, ডক্টর, টিচার তাঁদের greet করার জন্য আপনি বলতে পারেন- “Guten Morgen” [গুটেন ম(র)গেন, উচ্চারণের সময় r উহ্য থাকবে। ]
Guten Morgen অর্থ Good Morning- আপনি দুপুর ১২ টা পর্যন্ত অন্য কাউকে “Guten Morgen” বলে greet করতে পারেন।
এবার আসুন জেনে নেই দিনের অন্য সময়গুলোতে আপনি কি বলে অন্যকে greet করতে পারেন-
Guten Tag- Good Day- Untill 5 p.m.
Guten Abend- Good Evening
Guten Nacht- Good Night- until you go to bed. (রাতেরবেলা কারো কাছ থেকে বিদায় নিতেও আপনি এটি ব্যবহার করতে পারেন। )
Generally আমরা যদি কাউকে Good Bye বলতে চাই(informally) তাহলে আমরা Tschüss বলতে পারি।
Fomally Good Bye জানাতে হলে বলতে হবে- “Auf Wiedersehen”. Literally “Auf Wiedersehen” means “See you again”.
এখন আসুন আমরা ফোনে কীভাবে কথা বলবো তা জেনে নেই-
ফোনে কথা বলার সময় বলা যায়- “Auf Wiederhören” which means “Hear you again”.
অন্যান্য কিছু useful expressions যেগুলো আমরা কোন conversation শেষ করার সময় ব্যবহার করতে পারি সেগুলো-
Bis Dann- So Long
Bis Bald- See you soon
Bis Später/Bis Nachher- See you, then
Bis Morger- See you tomorrow
ইতোমধ্যে আপনারা হয়তো খেয়াল করেছেন পরিচিত/অপরিচিত- এই দুই ধরনের মানুষদের জার্মানরা দুইভাবে সম্বোধন করে।
আপনি কাউকে “কেমন আছো/আছেন?”- এটি কীভাবে জিজ্ঞাসা করবেন?
to someone- Wie Geht es dir? (How are you?)
to our friends/familiar- Wie Geht’s? (this is the short form)
formally- Wie Geht es Ihnen?
এখন আসুন শিখি কীভাবে আপনি উত্তর দিবেন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে - Wie Geht es dir?/ Wie Geht es Ihnen?
আপনার উত্তর হবে- “Mir Geht es Gut”. [I am good/ I am fine.] এছাড়াও একদম সংক্ষেপে আপনি শুধু Gut বলেই উত্তর দিতে পারেন।
এবার আসুন অন্যান্য উত্তরগুলোও শিখে নিই-
Mir geht es ganz gut- I am quite good.
Mir geht es sehr gut- I am very good.
Mir geht es schlecht- I feel bad.
Mir geht es sehr schlecht- I feel really bad.
Es geht so- So…so…
জার্মানরা একটি প্রশ্ন ফরমাল/ইনফরমাল দুইভাবে করতে পারে-
এই প্রশ্নের উত্তর-
এবার আসুন একটা informal conversation দেখি-
~ Hallo, Wie geht es dir? (Hi, how are you?)
~ Mir geht es gut, und dir? (I am fine, and you?)
~ Mir geht es auch gut, danke. (I am fine as well. Thank you.)
আসুন একটা formal conversation দেখি-
~ Guten Tag, wie geht es ihnen? (Good day, how are you?)
~ Mir geht es gut, und ihnen? (I am fine, and you?)
~ Danke, mir geht es auch gut. (Thank you, i am fine as well)
উচ্চারণ শেখার জন্য এই লেকচারের ভিডিও ডাউনলোড করতে পারেন এখান থেকে- https://www.mediafire.com/?htyifxc3x5dpdh6
লেকচারের pdf link: https://www.mediafire.com/?htyifxc3x5dpdh6
video lecture courtesy: girls4teaching.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।