আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের বীভৎস হামলার শিকার মমতাজের জন্য একটু মমতা হবে কি?????

জীবনটাকে জানতে চাই

মুক্তিযুদ্ধের বীভৎস হামলার শিকার মমতাজের কথা আমি যেদিন জানতে পারলাম সেদিন থেকেই মনের ভিতর একটা লজ্জা মিশ্রিত কষ্টের জন্ম। মমতাজের জন্য আমরা কিছুই করতে পারি নাই, এই লজ্জা আমদের সবার। তাই মমতাজের জন্য কিছু করে লজ্জার বোঝা হালকা করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা আশা করছি। আর রাষ্ট্রের কাছে দাবি করছি তাকে যেন বীরাঙ্গনা উপাধি দেয়া হয়।

৭১ এর রক্তাক্ত স্মৃতি নিয়ে বেচে আছে মমতাজ যিনি আজও বিকল্পভাবে তলপেটে পায়ুনালী স্থাপন করে কৃত্রিম পাইপ দিয়ে মলত্যাগ করছেন ৪০ বছর। ১৯৭১ সালের ৭ জুন। চাঁটাইয়ের বেড়া আর ছনের ছাউনির ঘর থেকে তাকে তুলে নিয়ে যায় পাকিস্তানি খান সেনারা। বন্দুকের মুখে তাকে নিয়ে যায় পাশের এক সেতুর কাছে। তখন তিনি ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা।

দল বেঁধে নরপিশাচের দল তার ওপর পাশবিক নির্যাতন চালায়। গর্ভের সন্তান মারা যায়, পায়ু নালি ও যৌনাঙ্গ একাকার হয়ে যায়। নির্যাতনে মমতাজের পায়ুনালী ও যৌনাঙ্গ ক্ষতবিক্ষত এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে স্থায়ীভাবে। তাকে ৫ বার অপারেশন করেও সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বিকল্পভাবে তলপেটে পায়ুনালী স্থাপন করে কৃত্রিম পাইপ দিয়ে মলত্যাগ করছেন ৪০ বছর।

মমতাজ কে আজও প্রতিদিন ২০০ টাকার ঔষুধ খেতে হয়, যা তার বৃদ্ধ ও দরিদ্র স্বামী যোগার করতে হিমশিম খায়। মমতাজকে নিয়ে বাংলানিউজ ২৪ এর লেখাটি পড়ে আমি ব্লগে শেয়ার করি। ফেবুতে আমার সাথে অনেকে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করে যে তারা মমতাজের জন্য কিছু করতে চায়। আমি বিশ্বাস করি অনেক গুলো ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ভালবাসার সুবিশাল প্রাচীর গড়ে তোলা সম্ভব। পাঠক ও ব্লগার সবাই মিলে উদ্যোগ নিলে হয়ত মমতাজের জন্য কিছু করে আমরা অপরাধের বোঝা হালকা করতে পারব।

মমতাজের জন্য একটু মমতা হবে কি?????? তার সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলে আমার আগের পোষ্ট পড়তে পারেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.