আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মান্যবর পুলিশ ভাইয়েরাঃ এই ছোট ছেলেটার প্রতি আপনাদের আক্রোশের কারণ কি?

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
মানব্যর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা আপনাদের নৌকা মার্কা সংবলিত লোগো দিয়ে তৈরি চরম ফালতু একটা ওয়েব সাইটে আপনাদের মিশন সম্পর্কে বলা আছেঃ To provide service to all citizens and make Bangladesh a better and safer place to live and work. টোকাই মার্কা এই গরীব ছেলেটি বোধহয় ইংরেজী পড়তে পারে না...ইন্টারনেট ব্যবহার করতেও পারার কথা নয়...আপনারা তাকে নাগরিক হিসাবে গণ্য করেন কিনা সেটাও ভাববার বিষয়... একটু দেখুন তো এই চরম হিংস্র আসামীকে আপনারা কিভাবে সাইজ করছেন: আপনাদের এই সুকৃর্তীর কথা গতকালের লন্ডনের মেট্রো পত্রিকায় ছাপা হয়েছে (পৃষ্ঠা ২৫) Children in line of fire নামে। মান্যবর পুলিশ ভাইয়েরা সারা বিশ্বের পুলিশদের একটাই মটো থাকেঃ To Serve and Protect যেটা আপনাদের মিশনের মতই..জনগণের সেবা করা ও রক্ষা করা... আপনারা এখানে কোনটা করছিলেন?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।