তুমি সুবিধার জন্য ব্যালেন্স করে চলতে পছন্দ করো, তাই নীতির সাথে আপোষ করতে তোমার আর বাধে না। আমি পারি না বলে আমার কাছের মানুষগুলো ও অনেক সময় পর হয়ে যায়। নেহায়েৎ আপন স্বার্থে তুমি তোমার উপকারীর শত্রুর সাথে সখ্যতা রেখে চলো, পাছে ভুলে যেতে থাকো তোমার উপকা
বেল তলাতে ন্যাঁড়া দু'বার যায় না
অকারণে চঁড় খেতে কেউ চায় না।
তাই বুঝি আর তোমার কথায়
এখন মানুষ খায় না।
হেন করেছো তেন করেছো
ছাগল ধরে ম্যান করেছো !
নদীর বালু-মহাল দখল
এতো কিছু কেন্ করেছো ?
............ভোটে জেতার জন্য ?
বাবু-দুলাল হত্যাকান্ডের কাজটা তো জগন্য।
এটা করো ওটা করো
তেলের বোতল ফোঁটা করো!
জলের দামে পানি দেবে
বিনিময়ে ভোটে জিতে-
একটা-দুইটা বাণী দেবে !
হা! হা! হা!
তোমার এমন মিষ্টি কথায়
মন ভরে না কারো,
ভোটের মাঠে খুব জিতেছো
এবার তুমি হারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।