আমাদের বাংলাদেশে এখনো আই.টি সেক্টর সেরকম উন্নতি না হয়ায় সাধারণ কম্পিউটার ব্যাবহারকারীদের জন্য হয়েছে বিরাট বিপদ। তারা আর কিছু এক্সট্রা টাকার জন্য হন্য হয়ে এখানে সেখানে ঘুরে বেরান। তবে আমার মনে হয়না এরকম কষ্ট করার কোনো প্রয়োজন আর আছে। কেননা, ইন্টারনেটে কোনোরকম ইনভেস্ট না করেই মিনিমাম ২৫,০০০ টাকা কামানো সম্ভব!
পৃথিবীতে যেহুতু কোনো কাজই সহজ নয় সেহেতু আমি এখন যে স্টেপ্স গুলি আপনাকে দেবো, সেগুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হতে পারে প্রথম প্রথম তা পালন করা আপনার জন্য কষ্টসাধ্য!
১. সারভেয় নিনঃ আপানারা নিশ্চয় এতদিনে জেনে থাকবেন এই বিষয়টি।
http://www.SurveySavvy.com ভালো যায়গা।
২. আরটিকেল লিখে টাকা আয় করুনঃ আপনারা যদি লেখা লেখিতে মোটামোটি ভালো থাকেন, তাহলে এটি একটি ভালো মাধ্যাম!
৩. পি.টি.সি সাইট ব্যাবহার করুনঃ এই মাধ্যমটি এখন অনলাইনে ইঙ্কামে জন্য সবচেয়ে সহজ মাধ্যম। যদি পরিকল্পনা অনুযায়ী এর পেছনে এক ঘন্টাও সময় দেওয়া যায়, তবে এ একাই মিনিমাম ৫০০০ টাকা ইঙ্কাম করতে সক্ষম। লিঙ্কঃ http://www.neobux.com/?r=compareshafin
৪. আপনার ছবি দিয়েঃ http://www.iStockphoto.com --এ গিয়ে আপনি রীতিমত ভালো এ্যামাউন্টের টাকা আয় করতে পারবেন। তবে এর জন্য আপনাকে যদিও আনেক ভালো ও বেশি বেশি ছবি তোলার প্র্যাকটিস থাকতে হবে।
তবে আপনার যদি ক্যামেরা না থাকে বা নষ্ট হয়ে গেছে তবে একটা ওয়েবসাইট বা ব্লগ আছে এমনটি হলে আপনাকে আপনার ওয়েবসাইট বা ব্লগের দ্বারা অফার দিতে হবে যেমন - Submit Your Photos To Earn Money. Each Photo $X.XX এমন যদি করেন তাহলে আপনার ইঙ্কাম হবে সহজতর। আপনি কম দামে ফটো ক্রয় করে তা আবার বিক্রি করতে পারবেন। http://www.Ziddu.com-এও এ প্রকার কাজ করা সম্ভব!
৫. আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা আয় করতে পারেনঃ এই মাধ্যামটি যদি আপনি টাকা আয় করার মাধ্যাম হিসেবে নির্ধারণ করতে চান, তবে আপনার ইঙ্কামের স্কোপ সবচেয়ে বেশি। এই যেমন প্রতিদিন সহজেই আপনি $10-20 আয় করতে পারবেন! তবে এর জন্য একটা ভালো ব্লগ থাকা জরুরী। আপনি প্রতিদিন যত ভিসিটর পাবেন, আপনার ইঙ্কাম তত বাড়বে!
৬. আপনার মতামত দিয়ে টাকা আয় করুনঃ অনলাইনে অনেক বড় বড় কম্পানি আপনার কাছ থেকে মতামত নিয়ে আপনাকে পে করতে রাজী! বিশ্বাস না হলে আজ-ই ভিসিট করুন- http://www.SocialSpark.com; তবে এই মন্তব্যটি আপনার নিজের ব্লগেই আপনাকে লিখতে হবে।
৭. এ্যফিলিয়েট রেজিস্ট্রেশন করুনঃ আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করে টাকা আয় করতে পারেন কমিশনের জন্য। http://www.ClickBank.com অনেক ভাল এবং বিশ্বাসযোগ্য এদের মধ্যে।
৮. ব্যানার এ্যাড সেল করুনঃ আপনি ব্যানার এ্যাড আপনার ব্লগে রাখলেও কিছু টাকা পাবেন। এটার জন্য গুগুলে সার্চ করাই উত্তম। মনে রাখবেন, যত বেশি পপুলার হবে আপনার সাইট আপনার ইঙ্কাম তত বেশী!
৯. ফ্রিল্যান্সিং করুনঃ http://www.oDesk.com ভাল সাইট।
আপনি এখানে গিয়ে পছন্দ মত কাজ খুজে টাকা আয় করতে পারেন!
১০. ফাইল শেয়ার করুনঃ http://www.Ziddu.com-এ গিয়ে ফাইল শেয়ার করে আপনার টাকাটা আয় করে নিন!
সময় নিয়ে পোস্টটি পরার জন্য ধন্যবাদ। আশা করি কাজে লাগবে। http://www.ProductiveHobbies.blogspot.com - এ ভিসিট করুন। কারণ ওপরের মাধ্যমগুলোকে হবির চোখে দেখে কিভাবে টাকা আয় করা যায় সে ব্লগে খুব ভালো ভাবেই দেখতে পাবেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।