বাঙলা কবিতা
সম্রাট____ তুমি একা নও ;
তোমার আগে ফারাও, জার, মোঘল...
এমনকী, মহারানী ভিক্টোরিয়াও ছিলেন ;
তুমি সম্রাট হয়েছো, মানে___
চোখ দুটো তোমার নিজস্ব নয়,
কান দুটো তোমার নিজস্ব নেই...
তোমার পারিষদ আর স্তাবকের চোখই এখন তোমার
তোমার তোষামোদকারীর শ্রবণই এখন তোমার
তুমি দেখছো না কিছুই
শুনতে পাচ্ছো না কোনও কিছুই...
তারা যা দেখাচ্ছে, সেটাই তোমার দেখা
তারা যা শোনাচ্ছে, সেটাই তোমার শোনা
কিন্তু প্রজারা চায়___এক জোড়া চোখ থাকুক তোমার
তারা চায় কান জোড়া তোমার নিজস্ব হোক...
এই সত্য না-জেনেই
মমি আর স্ফিংক্স হয়ে গেছে ফারাও সম্রাটেরা,
জারের প্রাসাদ মিশে গেছে ধুলায়
হাজার বছরের সাম্রাজ্যের নিশানা নিশ্চিহ্ন হয়েছে
মুঘলদের; আর
মহারাণী ভিক্টোরিয়া এক জীবন্ত যাদুঘর...
বাংলার এক নগণ্য কৃষক আমি;
তবু চাই____
চোখ জোড়া তোমার নিজস্ব হোক
কান দুটি তোমার নিজেরি থাক...
দ্যাখো, নিজের দৃষ্টির আলোয়
শোনো, নিজের কানেই...
এই কথা বুঝবার আগেই বহু সম্রাট
মিশে গেছে পথের ধুলায়...
বহু সাম্রাজ্য ইতিহাসের করুণ অধ্যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।