আলহাজ খাদেম হোসেন শিকদার (১৫০) নিজেকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে দাবি করেছেন। ভারতের হাবিব মিয়া (১৩৮) ১৯ জুন মারা যান। পরদিন যায়যায়দিনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। সারাবিশ্বের মানুষ জানতেন, হাবিব মিয়াই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ।
কিন্তু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আলহাজ খাদেম হোসেন শিকদারের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ দেয়া হয়েছে ৭/২/১৮৬০।
এ হিসাবে খাদেম হোসেন শিকদারের বর্তমান বয়স ১৪৮ বছর।
আলহাজ খাদেম হোসেন শিকদারের ষষ্ঠ ছেলে মস্তফা শিকদার বলেন, আমার বাবার বয়সী মানুষ এখন আর পৃথিবীতে নেই। সুদীর্ঘ জীবনে বাবা দুটি বিয়ে করেন। আমরা মোট সাত ভাই, চার বোন। বর্তমানে বাবার নাতি-নাতনির সংখ্যা হচ্ছে ৪৫।
নাতি-নাতনির ঘরে পুতির সংখ্যা ৩৫ জন। বাবা এখনো খালি চোখে কোরআন শরিফ পড়তে পারেন। একাই হেঁটে বাজারে যেতে পারেন। তবে কানে একটু কম শোনেন। ভারতের হাবিব মিয়া যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন এটি ভুল ধারণা।
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে আমার বাবার নাম ইতিহাসের পাতায় ওঠা উচিত। আর সেটা হবে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।