আমাদের কথা খুঁজে নিন

   

গোধুলীর বিভ্রম

বিস্ময় মুছে দিও না...

সন্ধ্যার ছাদে সূর্য ডোবার আয়োজন- পশ্চিমাকাশে থমথমে লালিমার ঘোর ঘরে ঘরে সাজ-বাতির তাড়াহুড়ো, কাকেদের দল একমনে ডেকে যায় যেনো ছন্নছাড়ার গান- নীড় হারানো বেদনার বানী যেনো ওই চিৎকার। সন্ধ্যা ক্রমশ সুন্দরীতে রূপান্তরিত হতে থাকলে বেড়ে যায় জারজ মশাদের উৎপাৎ- তাই বুঝি মানুষের মনে মশারির বাসনা। কাল আবার সূর্য জাগবে। তবু মানতে চায় না মন এই মৃত উচ্চারণ। পশ্চিমাকাশে দেখি কী মায়াবী আয়োজন! মৃত্যু সজ্জা ক্রমাগত ধীর- দুরুদুরু ছড়ায় মরণের আলোড়ন। হঠাৎ ঘুচে যায় আকাশ লালিমা। মুছে যায় ডুবন্ত সূর্যের ব্যাথিত সন্ধ্যা। একি এখনোতো হয়নি সময়- তবু কেনো...? দেখি, পশ্চিমাকাশে গোধুলীর পাপ মুছে চমকাচ্ছে উর্বর পরশীর দ্যুতি অলঙ্কার! ২০/০৩/১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।