কিছুই কমু না..
উপরের ছবিগুলো কার?
চেনা যায় আপন রক্ত?
এরা আমাদেরই কয়েকজন।
একই ভাষায় কথা বলতো।
একই দেশে কামলা দিতো।
এই বাতাসে নিঃশ্বাস নিত।
একই মাটির গন্ধ নিত।
একই মাটিতে হয়তো আবার বিলিন হয়ে যেত।
কিন্তু কেন এমন নির্মমতা। কি অপরাধ তাদের?? স্বাধীন দেশ চাওয়াটাই কি তাদের অপরাধ? বাংলাভাষায় কথা বলতে চাওয়াই কি তাদের মৃত্যুর কারণ। কেন এদেশের মা-বোনদের গণধর্ষন করা হল। কেন দুধের শিশু দেয়ালে আচড়ে মারা হল?? আছে এই জাবাব কারো কাছে।
উপরের ছবিগুলো কি বলে?
পাকিস্তানীদের কারা নিজের ভাই বলে পরিচয় দিয়েছিল?
কারা বাঙালীদের ইসলামের শত্রু বলেছিল?
কারা পাকিন্তানের পক্ষে জিহাদে নামতে বলেছিল?
কারা ধর্মের দোহাই দিয়ে দেশের শত শত মসজিদ মিনার ধ্বংশ করেছিল?
কারা জাতীয় কবি কাজী নজরুল কে কাফির বলেছিল?
কারা এদেশের বিরঙ্গনা কে গনিমতের মাল বলেছিল?
কারা ধর্মের দোহাই দিয়ে এত গুলো বদ্ধভুমি তৈরি করেছিল?
কারা দেশ স্বাধীন হবার পর পাকিস্তান পালিয়ে গিয়েছিল???
আর আজ যখন নিজামি -মুজাহিদ- সাঈদীর মত নরপিচাশদের গ্রেফতার করা হল তখন দেখি ব্লগে অনেকে তাদের পক্ষে কথা বলছে।
ও মানবাধিকার নিয়ে আপনাদের চিন্তা???
মানুষের জন্য মানবাধিকার। যারা এই বাংলার আনাচে কানাচে গণধর্ষন করেছিল সেই কুকুরদের জন্য কিশের মানবাধীকার।
ও গ্রেফতারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছন?
কোন যুক্তিতে এরা সেদিন এতগুলো বদ্ধভুমি তৌরি করেছিল? কখনো তাদের মুখ থেকে এ নিয়ে সুস্পষ্ট ব্যাক্ষা পেয়েছিলেন??
ও ধর্মের দোহাই দিচ্ছেন?
ইসলামের কোন ধারায় নারি ধর্ষণ, স্বজাতি ধর্ষণ, হত্যা জায়েজ ছিল?
ইসলামের কোন ধারায় স্বজাতির পক্ষ ত্যাগ করে বিদেশীদের দালালি করতে বলা হয়েছিল।
ও সব যুক্তিতর্ক বাদ দিয়ে বাকশাল- ভারতের দালাল বলছেন?
জামাত-শিবিরের বিরোধীতা করেই যদি আমি বাকশাল হই, তাহলে আজ থেকে আমি গর্ভিত বাকলাশ।
মাথা পেতে নিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।