রাজদরবারে "মুরগাভদক্রাম" পেশ করে থাকি নিয়মিত...
আসুন এই না-ইনসাফির তীব্র প্রতিবাদ করি। আমরা বাংলাদেশী, আমাদের গর্ব বাঁশ, আন্ডা নয়, সে আন্ডা যতই দেশী রাজহাঁসের হোক না কেনো। সেই তীতুমিরের বাঁশের কেল্লা থেকে গনঅভ্যুত্থান - সবখানেই বাঁশ, সরকারী পেটোয়া বাহিনীর হাতে বাঁশ এবং বাঁশের ঢাল, সেই পেটোয়া বাহিনীকে পরাস্ত করতেও থান ইঁট এবং বাঁশ।
তাই আসুন, মুক্ত কন্ঠে আওয়াজ তুলুন, বিশিষ্ট জালেম নিজামী (ড়াঃ) এর ওপর এমন বিদেশী পৈশাচিক আন্ডা থেরাপী আমরা মানি না। বজ্রজন্ঠে আওয়াজ তুলুন, আন্ডার বদলে বাঁশের ব্যাবহার শুরু করতে, বাঁশ ডলা দেওয়াও যাবে, আবার আছেলা বাঁশ সেঁধিয়ে দেওয়াও যাবে। একান্তই যদি বাঁশের সংকট দেখা দেয়, তবে দেশী মাটির তৈরী ১ নম্বরি থান ইঁট দেওয়া যেতে পারে, ছ্যাঁচাও হবে, ঢুকানোও যাবে।
*** ড়াঃ = রাজাকার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।