আমাদের কথা খুঁজে নিন

   

বিবিসি জানালার নতুন প্রোগ্রাম 'নিজে নিজে শেখা'

আজ থেকে শুরু হচ্ছে বিবিসি জানালার নতুন প্রোগ্রাম 'নিজে নিজে শেখা'। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে 'আর টিভি'তে তা প্রচার হবে। নতুন এ প্রোগ্রামটি শুধু দেশের হাজার হাজার মানুষকে ইংরেজি শিখতেই সাহায্য করবে না। একই সঙ্গে তাদের অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধও করবে।

'নিজে নিজে শেখা'র বিভিন্ন পর্বে একদিকে যেমন উঠে এসেছে স্বাস্থ্যকর্মী, বিউটিশিয়ানের মতো পেশায় নিয়োজিত থাকা মানুষের ইংরেজি শেখার আগ্রহের কথা, তেমনি ইংরেজি শেখার প্রয়োজনের কথা বলেছেন গাড়িচালক বা ওয়েটারের মতো বাংলাদেশের নানা প্রান্ত ও পেশার সত্যিকারের প্রতিনিধিরাও।

নিজেদের ইংরেজি শেখার ভয়কে জয় করে মাত্র তিন দিনে তারা চেষ্টা করেছেন নিজেদের পেশার সঙ্গে মানানসই কিছু ইংরেজি শিখতে। আর টিভি পর্দায় অংশগ্রহণকারীরা যখন ইংরেজি শেখার এই চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত, তখন প্রয়োজনীয় নানা ইংরেজি সম্পর্কে উপস্থাপক সামিয়া আফরিন ও কিবরিয়া সরকারের দেওয়া সহজ ও প্রয়োজনীয় পরামর্শগুলো ইংরেজি শিখতে সাহায্য করবে দর্শকদেরও। বিবিসি জানালা 'নিজে নিজে শেখা'র আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এখানে অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ দিতে নানা সময়ে হাজির হয়েছেন স্বনামধন্য অনেক ব্যক্তিত্বও। নতুন এ সিরিজটি সম্পর্কে বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট বলেন, 'আমাদের নতুন টিভি সিরিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এর মাধ্যমে সবাই বাস্তবিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কিছু ইংরেজি শিখতে পারেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে ও বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে।

-প্রেস বিজ্ঞপ্তি

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।