বেশ কিছুদিন থেকে বিবিসি জানালা ইংরেজী শিক্ষার জন্য বিজ্ঞাপন দিচ্ছে। সাথে আছে মোবাইল কোম্পানী। বিজ্ঞাপনও বেশ চটকদার। একটায় আছে গ্রামের এক মেয়ে বেশ দুরন্ত। কঠিন কঠিন সব কাজ করতে পারে।
প্রায় উড়ে মুরগী ধরতে পারে। তাকে বলা হচ্ছে আপনি এতো কঠিন কাজ করতে পারেন। চেষ্টা করলে ইংরেজীটাও শিখতে পারবেন।
আরেকটা বিজ্ঞাপনে আছে এক তরূন কঠিন কঠিন কাজ করছে। তাকেও একই বাণী দেয়া হয়েছে।
এখন দেয়া হচ্ছে মেসবাসী তরুণদের মধ্যে ইংরেজী শেখার খুব আগ্রহ। ওদের ভেতর একজন গ্রাম্যটাইপের সাজপোষাক কিন্তু ইংরেজী বলছে নিখুঁত। ওয়েন্সডে আর থার্সডে বলছে শুদ্ধ করে।
ইংরেজী ২০০ বছর ধরে আমাদের পরাধীন করে রেখেছিল। আবারো আমরা বিশ্বায়নের নামে সেই ফাঁদে পড়ছি না তো !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।