পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
লিবিয়ায় বিক্ষোভের মুখে আটক পরেছেন প্রায় ৩০০ বাঙালি। তাদের কতিপয় যুবক অশ্রের মুখে বিভিন্ন বিল্ডিং এ আটক করে রেখেছে।
আজ বিবিসি তাদের একজনের সক্ষাতকার প্রকাশ করেছে।
সাক্ষাতকারে শফিউদ্দিন বিশ্বাস বলেন, তাদের অশ্রের মুখে আটক রাখা হয়েছে, তাদের ঠিক মত খাবার দেয়া হচ্ছে না, পানি নেই, নেই টয়লেটেরও ব্যবস্থা। আমরা সবাই জিবনের ঝুকিতে আছি।
পরের প্রশ্নঃ এখন লিবিয়ার সার্বিক পরিস্থিতি কি?
এর পরেই চলে গেল বর্তমান পরিস্থিতির অবস্থার দিকে।
কিন্তু কিভাবে তারা মুক্তি পেতে পারে? এ্যাম্বাসির কি তাদের জন্য কিছু করছে কি না? এইসব কোন জিজ্ঞেস নেই। তাহলে কি লাভ হলো এই সাক্ষআতকার নেয়ার??? Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।