আমি একজন পাঠক রাত সাড়ে ১০টার বিবিসি বাংলায় যুদ্ধাপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর মুখপত্র মাসুদ এর সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। বিবিসি তাকে প্রশ্ন করেছিল- শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে। জবাবে এই নব্য রাজাকার বলেছে, এটা ফ্যাসিবাদী আন্দোলন। এটা অগণতান্ত্রিক আচরণ। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার জন্যই এটা করা হয়েছে।
মাসুদের কাছে প্রশ্ন- ধর্মের দোহাই দিয়ে তোমরা যখন রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করো, পুড়িয়ে মানুষ হত্যা করো, পুলিশের নির্বিচারে হামলা চালাও সেটা কি ধরণের গণতান্ত্রিক আচরণ। আর জামায়াত ই-বা কবে গণতান্ত্রিক দল হল। জামায়াত ই তো প্রথম হুমকি দিয়েছে গৃহযুদ্ধের। কিন্তু তোমরা কাদের সাথে গৃহযুদ্ধ করবা। দেশের সিংহভাগ মানুষ যেখানে তোমাদের বিরুদ্ধে।
যারা এই দেশকে বিশ্বাস করে না, যারা এখনো বলে ’৭১ এ এদেশে মুক্তিযুদ্ধ হয়নি, গৃহযুদ্ধ হয়েছে তাদের কি রাজনীতি করার অধিকার আছে? ’৭১ এ যারা ‘মা’ ও ‘মাটি’র বিরুদ্ধে ঘোষণা দিয়ে অস্ত্র ধরেছিল, বাঙালীর শ্রেষ্ট সন্তানসহ সাধারণ বাঙালীদের হত্যা করেছিল, ধর্ষণ করেছিল তারা তো ক্ষমার অযোগ্য। অপকর্ম করবে অথচ শাস্তি ভোগ করবে না তা হয় না।
আর বিবিসি’র কাছে প্রশ্ন- যে দল আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছে, দেশ স্বাধীনের পর যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল এবং যুদ্ধাপরাধের অভিযোগে যে দলের প্রথম সারির ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কথা এতো ফলাও প্রচার করার স্বার্থটা কি?। বিবিসি তো ’৭১ এর নয় মাসের প্রতিটি দিনের ঘটনা সম্পর্কে অবহিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।