মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।
দৃষ্টি থাকা চাই।
একজন মানুষের ক্ষেত্রে তাঁর দৃষ্টি থাকা অবশ্যই দরকার।
দৃষ্টিহীনও দেখতে পাই। সেও বুজতে পারে, দেখতে পারে জগতের সকলকিছু। যদি তাঁর চেতনা থাকে।
অন্যদিকে আমরা যারা শিক্ষিত, ডিগ্রীধারী, ডক্টরেট ও এই সমাজের নেতা-খাতা ----আমাদের কি কোনো দৃষ্টি আছে?
আমরা চোখ দিয়ে স্বার্থের বাইরে কিছু দেখি? সুবিধাবাদী-ভোগবাদী চেতনার কারফিউ কি ভেঙ্গে দিয়ে মুক্ত দৃষ্টির হতে পেরেছি?
যদি আমরা নূন্যতম মানুষও হতাম তাহলে আমাদের চোখের সামনে কি আর একটা শিশু না খেয়ে, ঔষুধের অভাবে মরতে পারে? প্রতিদিন শত শিশু খাদ্যের অভাবে পুষ্ঠিহীনতায় ভুগে মারা যাচ্ছে। কত মানুষ এই সমাজব্যবস্থার যাঁতাকলে পিষ্ঠ হয়ে মরছে তাঁর খবর কে রাখে?
এসব দেখতে হলে, বুঝতে হলে---দৃষ্টি তো থাকতে হবে? চোখ থাকলেই সব কিছু দেখা যায় না।
যদি আমরা সব কিছু দেখতে পারি, বুঝতে পারি তাহলে ----সমাজতন্ত্র নির্মাণের কোনো বিকল্প নেই। অসঙ্গতি দূর করতে_ সমাজতন্ত্র নির্মাণের কোনো বিকল্প নেই[
http://www.biplobiderkotha.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।