অবশেষে যেতে হচ্ছে জীবনের চরমতম অসঙ্গতির দিকে
বুঝে নিতে হচ্ছে জীবন ফুরিয়ে আসছে,
অর্ধাঙ্গিনী নামের সহমরনকে বুকে জড়িয়ে নিতে হবে
ভালোবাসতে হবে খুব আদর করে,
প্রেমের জলন্ত আগুনে পোড়াতে হবে শরীর।
স্বাধীনতা নামের নিজস্বতাকে ছুড়ে দিতে হবে পরাধীনতার বিষাক্ত মুখে।
সুখ নামের অসুখ অনুভূতিগুলোর বুক ফেড়ে
প্রনয়িত হতে হবে নিদারুন এক কষ্টে,
হাতের সিমারেখায় গিয়ে ছিনিয়ে আনতে হবে স্পর্শ
রাত জেগে থাকা বিলাপে হতে হবে বিনয়ী,
আবেগী এক বিসন্নতায় খুব আলতো করে ভাঙ্গতে হবে সপ্ন
জীর্ন সময়ের প্রান্তে অলস অধরে ধরতে হবে হাসির মুর্ছনা
সুদেহী এক কমলতায় এনে দিতে হবে স্নিগ্ধ নয়ন
বাসর নামের ফুলেল এক রাত্রের দীর্ঘ কামনায়
অপূর্নতার শরীরজাত- প্রিয়ত্বহীন, আশ্রয়হীন নিস্বঙ্গতায়
সাজাতে হবে সমাজের মুখস্ত প্রেম।
(আংশিক)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।