আমাদের কথা খুঁজে নিন

   

হাসতে হাসতে পেটে খিল!.....

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

দৈনিক কালের কন্ঠের নিচের সংবাদটি পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে! পেটের ধান্ধা যে বড় ধান্ধা সেটা নিচের রিপোর্টটি পড়লে আরেকবার নিশ্চিত হবেন! তিনিও নেতা! রবিবার সারা দেশে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় স্থানীয় বিএনপির বেশ কিছু নেতা-কর্মী। সকালের দিকে বৃষ্টি উপেক্ষা করে তারা মিছিল-পিকেটিং করে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখার চেষ্টা করে। একপর্যায়ে মহাসড়কের ওপর চেয়ারে দাঁড়িয়ে সমাবেশে বক্তব্য দিতে শুরু করেন গোয়ালন্দ পৌর বিএনপির সহসভাপতি আইয়ুব আলী খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'কোনো গাড়ির চাকা আজ ঘুরবে না। বর্তমান সরকারের হাত থেকে দেশ ও মানুষ বাঁচাতে আমাদের বুকের রক্ত দিয়ে হলেও আজকের হরতাল সফল করতে হবে।

' তাঁর বক্তব্যে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ হয়ে উপস্থিত নেতা-কর্মী ও পিকেটাররা মুহুর্মুহু করতালি দেয়। এক সময় তাঁর বক্তব্য শেষ হয়। সমাবেশ আবার হরতালের সমর্থনে মিছিলে রূপ নেয়। এর কিছুক্ষণ পরই আইয়ুব আলী খাঁন গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড থেকে তাঁর অটোরিকশায় যাত্রী বোঝাই করেন এবং দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হন। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়।

বিএনপির নেতা আইয়ুব আলী খাঁনের কথা ও কাজের সঙ্গে কোনো মিল খুঁজে না পেয়ে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করে। 'কিছুক্ষণ আগে পথসভায় দেওয়া বক্তব্যে আপনি বলেছেন যে হরতাল চলাকালে কোনো গাড়ির চাকা আজ ঘুরবে না। অথচ আপনি নিজেই আপনার অটোরিকশা চালাচ্ছেন। বিষয়টি স্ববিরোধী হয়ে গেল না?' এমন প্রশ্নের জবাবে আইয়ুব আলী খাঁন বলেন, 'আমি রাজনীতি করার পাশাপাশি অটোরিকশা চালাই। এটা আমার পেশা।

এ ছাড়া একমাত্র আমার গাড়ি চালানোয় তো হরতালের তেমন কোনো ক্ষতি হবে না। ' এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু বলেন, 'সাংগঠনিকভাবে কাজটা তিনি ঠিক করেননি। বিষয়টি নিয়ে দুপুরের পরে বৈঠক হলে আইয়ুব আলী খাঁন দুঃখ প্রকাশ করেছেন। ' উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, 'নেতাদের এমন কাজ করা উচিত নয়। ' ওই রুটের অন্য এক অটোরিকশাচালক শংকর কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমাদের অটোরিকশা বন্ধ করতে বাধ্য করে তিনি নেতা হয়ে তাঁর অটোরিকশা চালিয়ে অন্যায় করেছেন।

'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.