এর আগের দিন উত্তর কোরিয়া একই জায়গা থেকে স্বল্প-পাল্লার তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
এ নিয়ে টানা দু’দিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দেশটি।
পশ্চিমাদের সংযত থাকার আহ্বান উপেক্ষা করে উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল।
দেশটির স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আচমকা কোনো কিছু না হলেও সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধ বাধানোর হুমকি-ধামকির মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, “উত্তর কোরিয়া তাদের পূর্ব সমুদ্র উপকূলে বিকালে একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যেমনটি তারা গতকালও (শনিবার)করেছে।”
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইয়োনহাপের প্রতিবেদন নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।