আমি একজন সাধারণ মানুষ
অনেক দিন আগে গ্রামে হঠাত পল্লিবিদ্যুত এর লোক জন বিদ্যুতের তার এর আশেপাশের গাছ ব্যপক ভাবে কেটে ফেলে। তখন একজন বলে সরকার একদিকে বলে রাস্তার পাশে গাছ লাগিযে পরিবেশ এর ভারসাম্য রক্ষা করা দরকার । আর বিদ্যুত বিভাগের লোক তা কেটে ফেলছে । তাই দুই এর মধ্যে একটা সমঝোতা করা প্রয়োজন ।
সরকার আগামী ২৫ জুলাই থেকে ফিটনেসবিহীন ও ২৫ বছরের পুরোনো গাড়ী ঢাকা শহরের রাস্তা থেকে তুলে দিবে।
নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ । কিন্তু গাড়ী তুলে দেয়ার সাথে সাথে য়ে পরিমান পাবলিক গাড়ী তুলে দেয়াহবে সে পরিমান গাড়ী দ্রুত রাস্তায় না নামাতে পারলে সাধারণ যাত্রী দুর্ভোগ চরম পর্যায়ে দারাবে। কেননা বর্তমানে সাধারণ পাবলিকের জন্য পর্যাপ্ত পরিমান যাবাহন ঢাকা শহরের রাস্তায় নেই এটা সবার মাথায় রাখা উচিত। আর রাস্তায় বেশী যানজট তৈরি করে প্রাইভেটকার গুলি। প্রায় সমই দেখা যায় একটি গাড়ীতে একজন আরোহী রয়েছে, অরথাত একজন আরোহীর জন্য প্রায় ১২ ফুট বাই ৫ ফুট জায়গা দখল করে রাখে ।
আর সাধারণ এর জন্য একটি গাড়ী এই একই পরিমান জায়গায় প্রায় ১৫-২০ এবং একটু বেশী জায়গা নিলে ৪০-৫০ জন আরোহন করতে পারে। সুতরাং ২৫ জুলাই আসার আগে যারা প্রথম পাতায় অনোমোদন প্রাপ্ত তারা ভাল কিছু লিখা পোষ্ট করবেন বলে আশা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।