বানভাসী
আকাশ ভেঙ্গে নেমেছে
আমার বুকের গহীনে
আমি হই উদাসী বানভাসী
তোরে খুঁজি মনে।
বেনো জলে যাই ভেসে
দেশ আমার দেশে দেশে (২)
নিঃস্ব রিক্ত পরবাসে
তোরে ভালোবেসে
আমি হই উদাসী বানভাসী
তোরে খুঁজি মনে। (।।)
নাইরে আমার ঘর বাড়ি
তুই প্রেমের কারবারি (২)
পথ মাঝে রইলো পরি
আমার দেহ গাড়ি
আমি হই উদাসী বানভাসী
তোরে খুঁজি মনে। (।।)
পীরগঞ্জ প্রেসক্লাব
পীরগঞ্জ-রংপুর
২৬/০৬/২০১০
রাত ১০টা ৫০মনিট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।