আমার ব্যক্তিগত ব্লগ
বেশ কয়েক বছর আগের কথা। আমার এক এক্স-কলিগের ঘটনা। এখন সস্ত্রিক অস্ট্রেলিয়াতে আছেন। ঢাকায় থাকতে ইনি আমাকে নানা বিষয়ে অনেক সাহায্য করেছেন। একারনে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
আমি জীবনে খুব কম লোকের কাছ থেকেই এরকম নি:সর্ত সাহায্য পেয়েছি।
তখন আমি আমার পুরানো অফিসের চাকরী ছেড়ে দিয়েছি। একদিন শুনলাম এই ভাইও চাকরী ছেড়ে কোথায় যেন নতুন অফিসে জয়েন করেছেন। একদিন দেখা হলো। জানতে চাইলাম নতুন অফিস কেমন লাগছে? বললেন," ভালই, তবে বসতে হয় বসের রুমে"।
আমি বললাম, "এতে সমস্যা কি? আপনি তো আর ফাকি দেন না। " ভাইয়া বললেন, "দুর, শুধু বসলে তো কথা ছিল, দুপুরে আবার মাঝে মাঝে জোর করে ওনার সাথে খেতে বসায়। " আমি এবারও অবাক হলাম। বললাম, "এতো খুবই ভালো কথা। নিশ্চয় বসের বাড়ি থেকে অনেক মজার মজার খাবার আসে, যেটা শেষ করতে ২ জন লাগে।
" এবার ভাইয়া কৌতুকপুর্ন হাসি হেসে বললেন, "জানেন ওনার দুপুরে খাবার মেনু কি? শুকনো বিস্কুট আর পানি, আমাকেও ঐ জিনিস খেয়ে থাকতে হয়"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।