আমাদের কথা খুঁজে নিন

   

পা:কা: বিয়া বিয়া কইরা ফাগল হইয়া গেলো তার নাকি বিয়ার টক (বিষ) উঠছে ।

তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে !

পা: কার উঠছে বিয়ার বিষ , বিয়া বিয়া করে ঢাকার যতো মহিলা কলেজ, সামনে দিয়া ঘুরে। ভবঘুরের তকমা তুমি বহুত আগেই পাইছ এখন কেনো বিয়া বিয়া মরার জিগির তুলছ বহুত সাধু মহা পুরুষ বিয়া কইরা মরছে প্রতিভা আর মেধার গচ্চা বিয়ার পরেই হইছে তোমায় দেখলে মাইয়ারা সব চিক্কুর দিয়া ফিট এই চেহারায় বিয়া করবা মাথায় আছে ছিট? মামু তুমি যেদিন করবা বিউটি একখান বিয়া বাজি ধইরা চুবান খামু বুড়িগঙ্গায় গিয়া । তারচে বরং ছেড়া একখান জোগার কইরা লও এক বালিশে রাইখা মাথা মনের কথা কও তা না হইলে চাইর বাচ্চারমা বিধবা অথবা বুড়ি অথবা কর যৌথ বিয়া নয় জনের ঘর বাড়ি পঞ্চ পান্ডব রৌপদ্রি-রে নিয়া সুখেই ছিলো তুমি নাহয় আটজন মিলে দিল্লির লাড্ডু গিলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।