আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার প্রথমা ...!!

নিজের নামের উপর একটা পোষ্টার লাগাতে চাই...। প্রত্যেকটা ভালবাসার একটা নিজস্ব সত্ত্বা থাকে। কিছুটা রঙিন, কিছুটা ধুসর কালো,কিছুটা নিজের মতন। কেউ কাউকে ছাড়ে না এরা একে অন্যের উপর দোদুল্যমান। প্রিয় মানুষ গুলো খুব কষ্ট দিয়ে যায় হয়ত নিজেরা তা সৃষ্টি করে নয়তো অন্যকে দিয়ে করিয়ে নেবার পায়তারা করে।

হয়ত নিজেরি ভুলে আপনকে ছাড়তে হয়। সহস্র বেদনাতে নীল হয়ে যায়। রয়ে থাকে কিছু সৃতি নিজ ভুমিকায়। ভালোবাসার মাঝে প্রথমা থাকলেও তবে প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটার মতো ফুটে উঠে। কেউ হয়ত ডানা মেলতে পারে কেউ হয়তবা কলিতে ঝরে যায়।

ঝরে যায় অনেকটা নিজেদের আত্তশ্রুতির কাছে। নিজ বিবেকের কাছে তখন দুজনেই দায়বদ্ধতা থেকে যায়। একে অন্যের কাছে আসাটা কেবল কষ্ট বাড়িয়ে যায়। আজ কেউ হয়ত মেহেদী পরছে হাতে কান্না ভেজা চোখে... অন্যজন পুরছে তবে নিজ দুঃখেরই স্রোতে...!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.