আমাদের কথা খুঁজে নিন

   

এইবারের বিশ্বকাপ গ্রুপিং সর্বকালের সর্বফালতু হইছে... (কোন কোন দলরে সাপোর্ট করি তাও কয়া দিতেছি...)

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

ছবিতে দেখেন।

এটা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ছবি। বাংলাদেশের মানুষদের প্রধান সাপোর্টিং টিমগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন এবং জার্মানী। এদের সবাই কিন্তু দ্বিতীয় রাউন্ডে উঠছে। কিন্তু... খেলাটা কিভাবে পড়ছে দেখছেন? প্রথম চারটা খেলার মধ্যে আছে শুধু ব্রাজিল! আর তার পরের চারটা খেলার মধ্যে বাকি সেরা দলগুলো। আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন এবং জার্মানী।

ব্রাজিল নিশ্চিতভাবে ফাইনালে উঠে গেছে তা বলাই যায়। কারণ, তাদের সাথে কঠিন কোন দল দেখছিনা। কিন্তু এইবার ফাইনালে উঠতে চাইলে শেষের চারটা খেলা কি হবে কেউ কল্পনাও করতে পারবেন না। সেরাদের সাথে সেরাদের খেলা এবং হারলেই আউট। অনেকেই যাদের খেলা ফাইনালে দেখার আশা করেছিলেন তাদের খেলা এখানেও দেখতে হতে পারে।

আমার একটা আশা ছিল আমি ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখতে চাই। কিন্তু এই গ্রুপিং-এর পরে আর্জেন্টিনাকে নিয়ে সংকিত আছি। আর্জেন্টিনা ফাইনালে উঠতে চাইলে তাদের খেলা লাগবে সব সেরা সেরা দলের সাথে। কোনটার চেয়ে কোনটা কম নয়। আমার মেজাজ খারাপ লাগতেছে গ্রুপিং-টা দেইখা।

জার্মানী অথবা স্পেন-কে অথবা দু্ইটাকেই ব্রাজিলের সাথে দিয়া দেওয়া যাইতোনা? আমরা খুব সুন্দর খেলা দেখতাম তাহলে। ব্রাজিলতো এইবার কোনপ্রকার বাধা ছাড়াই ফাইনালে উঠে যাচ্ছে। এই খেলা দেখে কি মজা পাওয়া যায়? ভাল দলের সাথে খেলা না হলে ব্রাজিল আবার নিজেদের মেলে ধরতে পারেনা। এইখানে ভাল দল যে নেই তা বলবোনা। এখানে যারা আছে তারা ফ্রান্স ইতালিকে হারিয়ে এসেছে।

কিন্তু ফেবারিটে ফেবারিটে খেলা না হলে ঠিক জমেনা। আর এইভাবে খেলা হলে ফাইনালে উঠতে পারবে এই টিমগুলোর মধ্যে থেকে মাত্র একটি::: আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন এবং জার্মানী। যেটা কখনোই কাম্য নয়। কারণ, এই দলগুলোর মধ্যে প্রত্যেকটাই ফাইনালে উঠার মতো সামর্থ্য রাখে। ঐদিক থেকে ব্রাজিল কোনপ্রকার বাধা ছাড়াই উঠে যাচ্ছে অথচ এইদিকে এইরকম যুদ্ধ হচ্ছে ভাবাই যায়না।

। । (লেখাটা যথেষ্ট সম্ভব নিরপেক্ষভাবে লেখার চেষ্টা করা হয়েছে... পরের অংশ নিতান্ত লেখকের ব্যক্তিগত মতামত। পরের অংশের সাথে উপরের লেখাটাকে এক করে ফেলবেন না। ) এইবার আমার সাপুর্টিং টিম::: উরুগুয়ে-কোরিয়ার মধ্যে কোরিয়ার পক্ষে আছি।

ইউএসএ-ঘানার মধ্যে ইউএসএ-র পক্ষে আছি। নেদারল্যন্ড আর স্লোভানিয়ার মইদ্যে স্লোভানিয়ার পক্ষে আছি। ব্রাজিল আর চিলির মইদ্যে অফকোর্স ব্রাজিল!!! আর্জেন্টিনা আর মেক্সিকোর খেলার মইদ্যে মেক্সিকো থুক্কু... আর্জেন্টিনার পক্ষে আছি। জার্মানী আর ইংল্যান্ড-এর মইদ্যে জার্মানীর সাপোর্টে আছি। প্যারাগুয়ে আর জাপানের মধ্যে জাপানের সাপোর্ট করি।

স্পেন আর পর্তুগালের মধ্যে পর্তুগালের সাপোর্ট করছি। একটা খেলা দেখনের সময় কোন দলে সাপোর্ট করলে মজা হয়। তাই এইরকম সাপোর্টিং করা। তয় আমি কিন্তু অলওয়েজ ব্রাজিলের সাপোর্টার। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.