inside you're ugly ugly like me চ্যানেল চেইন্জ করতে করতে হঠাত্ একটা সিন আসল
একটা ছেলে আর একটা মেয়ে পাশাপাশি হাটছে
ছেলেঃ জানো আমার ফ্রেন্ডরা কেউই বিশ্বাস করে না যে আমার গার্লফ্রেন্ড আছে? তুমি বল আমার কি গার্লফ্রেন্ড থাকতে পারে না?
মেয়েঃ কেন থাকতে পারে না এত সুইট একটা ছেলে তুমি।
ছেলেঃ আচ্ছা তুমি কি আমার ফ্রেন্ডদের কাছে গিয়ে বলবা যে তুমি আমার গার্লফ্রেন্ড?
মেয়েঃ(কঠিন চোখে তাকিয়ে) আমি মিথ্যা কথা বলব?
ছেলেঃ ও তাও তো ঠিক। তুমি কেন মিথ্যা বলবে।
তারপরে দুজন হাটতে থাকে।
পুরা নাটক জুড়েই(আমি যতক্ষন দেখছি) ছেলেটা হীনমন্যতায় ভূগতে থাকে কারন তার একটা গার্লফ্রেন্ড নাই।
নাটকটাতে হয়তোবা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু জিনিসটা আমার মাথার উপ্রে দিয়া গেছে। মোটকথা নাটকটা আমার কাছে ভাল্লাগে নাই।
এইবারের ঈদে একটা নাটক ও দেখি নাই। দেখার সুযোগ ছিল না। ঈদের পরের দিন গেলাম উত্তরবঙ্গে আর ফেরত আসলাম গতকালকে।
আপনারা নাটক কেমন দেখলেন? ভাললাগা নাটকের নাম বলুন। নাটক দেখতে মুন্চায়। তবে প্লিজ ভালবাসার কচকচানি সম্বৃদ্ধ নাটকের নাম কইয়েন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।