আমাদের কথা খুঁজে নিন

   

এইবারের বইমেলায় আমার কেনা এবং পাওয়া বইসকল

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

আমি অতি দরিদ্র মানুষ। কতো প্রিয় বই যে কিনতে পারি নাই! বই মেলায় গিয়ে গিয়ে মন খারাপ হয়েছে। তারপরও গিয়েছি। কিনতে না পারি বইয়ের দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে। বইয়ের গন্ধ শুকতে ভালো লাগে।

যেসব বই তারপরও আমার কাছে এসেছে তার একখানা তালিকা প্রিয় ব্লগার বন্ধুদের জানাতে আনন্দ হলো। কবিতার বই: ০১. জন্মান্ধ জুপিটার-- শামীম আজাদ। ইহা কিনেছি এবং কবির স্বাক্ষর নিয়েছি। তার সাথে আমার অন্য কোনো ফাগুনে পূর্ণিমার বন্দরে দেখা হবে। এই কথা তিনি লিখেছেন।

তিনি আমাকে বইমেলার চলন্ত-বই আখ্যা দিয়েছেন। ০২. বিদ্যুতের বাগান-- দেলোয়ার হোসেন মঞ্জু। ইহা কিনেছি এবং অনেককে কিনে দিয়েছি। ০৩. গোপনতাকামী আগুনের প্রকাশ্য রেখাগুলো-- চঞ্চল আশরাফ। ইহা কিনেছি।

কিছু কবিতা ভালো লেগেছে। ০৪. জলের করাত-- সৈয়দ আফসার। ইহা কিনেছি এবং প্রিয়সখা কবি সৈয়দ আফসারকে মিস্ করেছি। ০৫. চূর্ণকাল-- মিলটন রহমান। ইহা কবির পক্ষ থেকে আমাকে স্বাক্ষর করে দিয়েছেন কবি শামীম আজাদ।

০৬. সার্কাস-- অঞ্জন সরকার জিমি। ইহা কিনেছি। ০৭. অন্যমনস্ক শরৎ-- শরৎ চৌধুরী। ইহা কিনেছি। ০৮. শিরস্ত্রাণগুলি-- শিমুল সালাহ্উদ্দিন।

ইহা কিনেছি এবং বন্ধুবর শিমুলের হাস্যোজ্জ্বল মুখ মনে করেছি। ০৯. আদি পুস্তক-- মুজিব ইরম। ইহা কিনেছি এবং কবির স্বাক্ষর নিয়েছি। ১০. সাময়িক শব্দাবলি-- তনুজা ভট্টাচার্য। ইহা কিনেছি।

১১. আধখাওয়া ফলের জীবনী-- আসমা বীথি। ইহা কিনেছি। ১২. ৪৪ কবিতা-- দুপুর মিত্র। ইহা কবি স্বয়ং বিনামূল্যে মেলায় বিতরণ করেছেন, ইহাতে অনেক ভালো কবিতা বর্তমান। ১৩. সবুজ অঙ্গন-- সম্পাদক: ফারিহান মাহমুদ।

ইহা কিনে দিয়েছে কবি বন্ধু ওয়াহিদ সুজন, ব্লগার আব্দুল ওয়াহিদ। উপন্যাস: ১৪. আবু ইব্রাহীমের মৃত্যু-- শহীদুল জহির। ইহা কিনেছি। ১৫. Memories of My Melancholy Whores - Gabriel García Márquez. ইহা কিনেছি। গল্প: ১৬. এক পশলা বৃষ্টি-- তারাশঙ্কর বন্ধ্যোপাধ্যায়।

ইহা কিনেছি। ১৭. বানিয়ালুকা ও অন্যান্য গল্প-- অদিতি ফাল্গুনী। ইহা ভুল করে কিনেছি। ছোটোকাগজ ও কবিতার কাগজ: ১৮. জোনাকরোড, ২য় সংখ্যা-- সম্পাদক: আশরাফ সিদ্দিকী, আন্দালীব, মুক্তি মণ্ডল। ইহা দিয়েছেন কবি প্রিয় মুক্তি মণ্ডল।

ইহাতে আমার চারটি কবিতা ছাপা হয়েছে। ১৯. শব্দপাঠ, ১৩ সংখ্যা-- সম্পাদক: আবু মকসুদ। ইহা কিনেছি। ইহার প্রচ্ছদ আমি করেছি। এবং ইহাতে আমার একটা গল্প ছাপা হয়েছে, নাম মা, খুকি এবং আকাশে দুইটি চাঁদ।

২০. চর্যাপদ, সংখ্যা ১৩-- সম্পাদক: সাইদুল ইসলাম, নায়েম লিটু, অঞ্জন সরকার জিমি। ইহা দিয়েছেন, কবি সাইদুল ইসলাম। ইহাতে আমার একখানা কবিতা আছে। ২১. লেটার প্রেস, ১ম সংখ্যা-- সম্পাদক: তানভীর আশিক। ইহা দিয়েছে কবি এবং সম্পাদক তানভীর আশিক, ইহাতে আমার লেখা আটাশটা কবিতার বিকল্প একটা পুস্তিকা ছাপা হয়েছে পাখি ও পাপ শিরোনামে, এবং কবিতার উপর একটা গদ্য ছাপা হয়েছে।

২২. কঙ্কাল, ১ম সংখ্যা-- সম্পাদক: মঞ্জুর কাদের। ইহার প্রচ্ছদ আমি করেছি। ইহাতে আমার কয়েকটি কবিতা ছাপা হয়েছে। ২৩. প্রতিশিল্প। ইহা ফুটপাথ থেকে কিনেছি, কেননা নতুন কেনার সামর্থ নাই।

২৪. পাঁচিল, ৩য় সংখ্যা-- সম্পাদক: ইলিয়াস কমল। ইহা কিনেছি। ইহাতে আমার চারটি কবিতা ছাপা হয়েছে। ২৫. প্রতিবুদ্ধিজীবী: ১২-- সম্পাদক: সাদাত উল্লাহ্ খান। ইহা দিয়েছে বন্ধু কবি মনির ইউসুফ।

অন্যান্য: ২৬. সঙ্গীত দর্পণ-- মোবারক হোসেন খান। ইহা কিনেছি। ২৭. পাউল সেলানের কবিতা। ইহা কিনেছি। ২৮. কলিকাতা কমলালয়-- ভবাণীচরণ।

ইহা কিনেছি। ২৯. উনিশ শতকের নবচেতনা ও বাঙলাকাব্যের গতি প্রকৃতি-- ময়ুখ চৌধুরী। ইহা কিনেছি। ৩০. ডুবসাঁতার ও সিনেমাতন্ত্র-- এবাদুর রহমান। ইহা বন্ধু আরিফের কাছ থেকে প্রায় মেরে দিয়েছি।

৩১. অপরবাস্তব-৪. ইহা কিনে দিয়েছে বন্ধু সুমন সওদাগর এবং কবি সবাক। ৩২. অপ্রকাশিত চিঠি-- সুলতানা শিরীন সাজি। ইহা কিনেছি। ৩৩. রূপান্তর--সম্পাদনা: গাজী জসিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.