আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........
বিসর্জনের ঘন্টা বাজে আমার কানে
দিতে হবে তাই দেবী বিসর্জন
নিজ হাতে সৃজন করে
সোনার প্রতিমা
দিতে হবে বিসর্জন তাকে আজ
সীতাকে রাম যবে দিয়াছিল বিসর্জন
ভালোবাসা তবে কমেনিকো
বেড়েছিল বহুগুন তা নিশ্চয়।
আমি দেব তাকে বিসর্জন
জানি এ যাওয়া তার শেষ নয়
চিরতরে আমার হৃদয়ে আসা
তবুও চোখদুটো আজ শিশিরসিক্ত,
ভালোবাসি তাকে ভালোবাসবো তাকে
ভুলেছি তাকে সে তো
ভালোবাসার জন্যই।
হাসি পাচ্ছে তাই না
আমি জানি শ্ত ধিক্কার আজ
আমার জন্য তোমার
তবুও বলবো আমি ভালোবাসি আমি
জানে আমার হৃদয় খানি।
ভালোবাসার যত কবিতা
তুমি শুনিয়েছ আমায়
ভাবছো বুঝিনি আমি কিছুই তার
তবুও বলবো আমি এ কঠিন সত্যখানি
বুঝার জন্য সে কবিতা
দিয়াছি বিসর্জন সবিতা।
কেদেছি আমি,রক্তঙরণে ভেঙ্গেছে হৃদয়
তবুও বলবো আমি
ক'জন পারে হৃদয়ভাঙা রক্তেরাঙ্গা
ভালোবাসা অনুধাবনের কঠিনতম কাজ,
ভেঙেছি তোমায় গড়েছি তোমায়
তবুও জনমে জনমে
ভালোবাসবো শুধুই তোমায়।
প্রতিদিনের সত্য সূর্যের মত
রাতের আকাশের হিমাংশুর মত
তুমি সত্য,তুমি চিরন্তন
ঘুরে ফিরে আমার হৃদয়ের আঙ্গিনায়
আমি তোমাকেই পাই
বিসর্জনের করুন ঘন্টার মাঝেও
তুমি হারিয়ে যাও না তাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।