জনৈক দ্রোহীর ব্লগ
গতকালের মত একই সমস্যা - লেখার বিষয় খুঁজে পাচ্ছি না। প্রথম পাতায় সুযোগ না পাওয়া পর্যন্ত হয়তো এরকম আরও কমেন্ট ব্লগ আসবে আমার পাতায়।
আজকের পঠিত কিছু উল্লেখযোগ্য ব্লগ সম্পর্কে মন্তব্য:
১৬ই ডিসেম্বর,জব্বর দিবস। কপিরাইট রায়!! (বাংলাপ্রতিদিন): একমত পোষণ করছি। কত কিছুই তো ঘটে এই দেশে, নয় কী?
বিশ্বকাপে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা পড়লে আমগো দেশে যা হইবো... (একটা অতি সংক্ষিপ্ত পুষ্ট।
মাত্র কয়েকটা লাইন। লগে অনলাইন ফিকচার ফ্রি!!!) (তাজুল ইসলাম মুন্না): চরম লেখসেন গো ... তয় নিজের জান বাঁচানের লাইগা কি ব্রাজিল ছাইড়া আর্জেন্টিনা সাপোর্ট দিমু নাকি?
উবুন্টুতে বিজয়ের ব্যবহার হয়? (বালক বন্ধু): সমস্যাটা আমার নিজেরও। বিভিন্ন কাজে বিজয় ব্যবহার করতে করতে এমন দশা হয়ে গেছে যে বাংলা লিখতে গেলে ফোনেটিকও ব্যবহার করতে পারি না। সাহায্য চাই।
এই দৃশ্য দেখিয়া বড়ই আপ্লুত হইলাম।
(আবদুল্লাহ আল মনসুর): আমিও আপ্লুত হইলাম ... তবে একখানি প্রশ্ন অন্তরে আঘাত করিতেছে বারংবার, উক্ত নিশানদ্বয় কি একই ব্যক্তি কর্তৃক ঝুলন্ত?
পপ সম্রাট মাইকেল জ্যাকসন এর আজ মৃত্যু দিন (ভোলামন): দেখতে দেখতে কীভাবে যে পুরো একটি বছর চলে গেল, বুঝতেই পারলাম না। পপ সম্রাটকে শ্রদ্ধা।
দুর্ধর্ষ বেদুইনের কমেন্টটা পড়লাম। এটা কি আসলেই সত্যি?
সবশেষে আবারও শুভ ব্লগিং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।