জনৈক দ্রোহীর ব্লগ
ব্লগিং শুরু করলাম মাত্র কয়েক দিন। মাত্র দুটি লেখা প্রকাশিত হয়েছে, তাই প্রথম পাতায় স্থান পাই নি এখনো (ফলাফল - কমেন্টও করতে পারি না)। কিন্তু লেখালেখির কোন বিষয়ও মাথায় আসছে না। তাই সাম্প্রতিক পঠিত কয়েকটি ব্লগের সম্পর্কে মন্তব্য এই ব্লগে উল্লেখ করলাম।
১. বাংলা ছবির সুপারহিট আঁতেল!! (যোগী): আপনার এই ছোট্ট ব্লগ পড়ে আমার একটাই অনুভূতি -- সে কি!!!
২. আজ লিওনেল আন্দ্রেস মেসির ২৩তম জন্মদিন (শারিফ): লিওনেল মেসি আমার প্রিয় খেলোয়াড়দের একজন।
আজ তার জন্মদিন - এই তথ্যটি জানলাম না। শারিফ ভাইকে ধন্যবাদ, এবং মেসিকে জন্মদিনের শুভেচ্ছা।
৩. রাসূলের (সা.) ভূমিকাসমূহ – ২ (মেরিনার): চমৎকার এই লেখাটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটি কথা বলতে চাই, আমি যেমনটি জানি, কিয়ামতের পূর্বে নাকি এক দল মানুষের আবির্ভাব হবে, যারা সুন্নাহকে অস্বীকার করবে (নাউজুবিল্লাহ)। এই লেখাটি পড়ে মনে হচ্ছে, সেই সময় আলহামদুলিল্লাহ এখনো আসে নি।
৪. কেন আর টিপাইমুখের বিরোধিতা করি না! (হমপগ্র): আপনি সত্যি কথাই বলেছেন। যেখানে আমরা নিজেরাই আমাদের নদীকে ধ্বংস করে দিচ্ছি, সেখানে বাইরের কেউ এই কাজ করলে এত খেপে যাওয়া কি ঠিক? নিজেকে দোষমুক্ত না করে পরের সমালোচনা করা কখনোই সমীচীন নয়। আমার রেটিং দেয়ার ক্ষমতা থাকলে অবশ্যই আপনাকে প্লাস দিতাম।
পরিশেষে শুভ ব্লগিং সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।