আমি এক যাযাবর....
পরকীয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে আমাদের দেশে। বিশেষত ঢাকাকেন্দ্রীক নগর-সংস্কৃতির অবক্ষয়ের ফলে বহু সংসারেই এখন পরকীয়ার বিষবাষ্প ছড়াচ্ছে। সর্বশেষ গতকাল রাজধানীতে মায়ের পরকীয়ার পথে বাধা হবার আশঙ্কায় পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে এক নিরপরাধ শিশুকে।
দাম্পত্যজীবনের চাহিদা পূরণ না হওয়াকে অনেকেই পরকীয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে থাকেন। স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সঙ্গ দিতে না পারা কিংবা স্ত্রীকে রেখে দীর্ঘদিন যাবত বিদেশে কাটানো পরিবারগুলোতে পরকীয়ার হার বেশি বলে বলা হয়ে থাকে।
এ কথা অস্বীকার করবার জো নেই যে, স্বামীর যথেষ্ট পরিমাণ সাহচর্য না পেলে স্ত্রীর এধরনের নৈতিক পদচ্যুতি ঘটতে পারে। তবে, নৈতিক স্খলন যখন নিজ শিশুসন্তানকে হত্যা করতে প্রলুব্ধ করে তখন এধরনের স্খলনের জন্যে কেবল স্বামীকে দায়ী করা যায় না।
রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া পরকীয়ার এই ঘটনায় মায়ের পরকীয়ায় বাধ সাধে ছোট শিশু সন্তান। পরকীয়ার অবৈধ পাপে মা এতটাই অন্ধ ছিলেন যে, নিজ সন্তানকে হত্যা করতে তার দ্বিধা হয় নি।
মায়ের ক্ষেত্রে এধরনের যৌনান্ধ হওয়াটা আমাদের সমাজের চরম অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে নির্দেশ করছে।
পরকীয়ার ঘটনা বেড়েই চলেছে এই নগরীতে। এসব ঘটনায় স্বামীর অবহেলার তুলনায় স্ত্রীর অতি বাড়াবাড়ি চোখে পড়বার মতো। তাহলে কি আমাদের সমাজের নারীরা যৌন তাড়নায় অতিরিক্ত মোহাচ্ছন্ন হয়ে পড়ছেন?
ছবি: মায়ের পরকীয়ার বলী সাড়ে পাঁচ বছরের নিষ্পাপ সামিউল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।