আমাদের কথা খুঁজে নিন

   

ঘাটাইলে সম্ভ্রম বাঁচাতে গিয়ে ধর্ষণের চেষ্টাকারীকে খুন



টাঙ্গাইলের ঘাটাইলে সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন করেছে ধর্ষণ চেষ্টাকারীকে। খুন হওয়া ওই ব্যক্তির নাম মোঃ মোস্তফা (২৮)। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোমিনুর রহমান জানান, উপজেলার রামপুর ঘোনাপাড়া গ্রামের এক ব্যক্তি (জালাল হোসেন) দীর্ঘ দিন যাবত দুবাইতে থাকেন। তার স্ত্রী (সোনাবানু) ৬ বছরের মেয়েকে নিয়ে নিজের ঘরে বসবাস করেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে একই এলাকার আবেদ আলীর ছেলে মোঃ মোস্তফা ধর্ষণ করার উদ্দেশ্যে ওই ঘরে প্রবেশ করে। মোস্তফা তাকে জাপটে ধরলে ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার জন্য সব ধরণের চেষ্টা করে। শক্তিতে না পেরে গৃহবধূ মোস্তফার অন্ডকোষে আঘাত করে। শক্তি কিছুটা কমে গেলে গৃহবধূ ঘরে থাকা ছুরি দিয়ে মোস্তফাকে এলোপাথারী আঘাত করতে থাকে। নিস্তেজ হয়ে পড়লে গৃহবধূ তাকে রশি দিয়ে বেঁধে ফেলে।

পরে আশেপাশের লোকজন এসে মোস্তফাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশ গতকাল বুধবার সকালে মোস্তফার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পুলিশ ওই গৃহবধূকে (সোনাবানু) গ্রেফতার করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.