পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের নিকট থেকে বুধবার সন্ধ্যায় দুইটি দেশীয় অস্ত্রসহ তিন মাদরাসা ছাত্রকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের শামছুলক হকের ছেলে মনিরুজ্জামান, মধুপুর উপজেলার নাগবাড়ী গ্রামের আবু হানিফের ছেলে ইদ্রিস আলী (১৯) ও একই উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শিবরামবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোলায়মন (১৭)। গ্রেফতারকৃতরা সকলেই দেউলাবাড়ী মাদরাসার ছাত্র।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল হক জানান, বুধবার সন্ধ্যায় পাকুটিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের উত্তর পাশে কয়েকজন মাদরাসা ছাত্র ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় এলাকার লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে তাদেরকে জনতার হাত থেকে উদ্ধার করে ঘাটাইল থানায় আনা হয়।
গ্রেফতারকৃতরা জানিয়েছেন, দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রাজীব মোগলের নিকট তারা এসেছিল। ওই রাজীব মোগলই তাদেরকে রামদা দুটি সরবরাহ করেছে বলে তারা জানিয়েছে।
দেশীয় অস্ত্র সরবরাহকারী রাজীব মোগলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে টাঙ্গাইল সদরের বাগানবাড়ী এলাকা থেকে ১৫ পিচ ইয়াবাসহ আমীর হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আমীর হোসেনের পিতার নাম আব্দুর রউফ।
তার গ্রামের বাড়ি টাঙ্গাইল পৌরসভার বেড়াবোচনা গ্রামে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।