মনেহয় স্বপ্নের বাংলাদেশ দেখে যাওয়া হবে না
সন্ত্রাসীদের ধর্ষন কি মজার ?
সন্ত্রাসীদের খুনে ভিকটিমের স্বজনদের কি আনন্দ হয় ?
খুন এবং ধর্ষনের কোন রকম নাই, সেটা যারদ্বারা-ই সংঘটিত হোক সে-ই মানবতা হরণকারী।
আজ সারাদেশে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বিভিন্ন দল এবং সংগঠন পোষ্টারিং করছে তেমন পোষ্টারিং তো সন্ত্রাসের বিরুদ্ধেও করা উচিৎ।
কিন্তু তা হয়নাই এবং হবেও না।
কারণ রাজনৈতিকদলের নেতারাই সন্ত্রাসীদের ব্যবহার করে।
অথবা সন্ত্রাসীরাই একসময় রাজনৈতিকদলের ছাঁয়ার আমাদের নেতা হয়ে যায়।
আর অন্ধ দলীয় সমর্থক তাদেরকে সমর্থন দিয়ে যায়।
তাই যুদ্ধাপরাধীদের বিচার যে জাতীয় স্বার্থে নয় এটা মনেকরা কি খুব ভুল হবে ?
আসলে যুদ্ধাপরাধীদের বিচার-টিচার কিছূনা।
সব হলো রাজনীতির খেলা।
যুদ্ধেযাঁরা স্বজন হারিয়েছেন তাদের আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের কৌশল।
কিন্তু কুট-কৌশল দিয়ে ভাল কিছু হয় না।
আমার এই পোস্টিং পড়ে অন্ধ দলীয় সমর্থকরা হয়তো আমাকে রাজাকার বলে গালি দিবেন।
আমি একজন সাধারণ মানুষ, কথাগুলো মনের ভিতর ঘুরপাক খায় তাই ব্লগ এ পোস্ট করে দিলাম।
দেখি অন্যরা কি ভাবছেন !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।